Site icon Jamuna Television

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর পত্নীতলায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একইসাথে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পত্নীতলা-সাপাহার সড়কের খড়াইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই পত্নীতলা উপজেলার চকমমিন গ্রামের এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিলো মাহবুব ও আনোয়ার। পথে খড়াইলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহবুব ও আনোয়ার।

ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার হয়েছে।

Exit mobile version