Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে নতুন বেকারের সংখ্যা ছাড়িয়েছে চার কোটি

যুক্তরাষ্ট্রে নতুন বেকারের সংখ্যা ছাড়িয়েছে চার কোটি

করোনা মহামারি আর লকডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রে নতুন বেকারের সংখ্যা ছাড়িয়েছে চার কোটি। এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। ৯০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

অর্থনীতিবিদদের শঙ্কা, ৩০’র দশকে মহামন্দার পর প্রথমবার যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশ ছুঁতে পারে এ মাসেই।

মার্কিন শ্রমবিভাগ জানিয়েছে, গেল সপ্তাহেই দেশটিতে বেকারভাতার আবেদন করেছেন প্রায় ২১ লাখ মানুষ। বিধিনিষেধ শিথিল হলেও, তিন মাসের লকডাউনে বিপর্যস্ত আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মীছাঁটাই চলছে এখনও। তবে খুচরা পণ্যের দোকান, রেস্তোরাঁ, জিম, পার্লার এমনকি কিছু গাড়িনির্মাতা প্রতিষ্ঠানেও কাজ শুরু হওয়ায় ডেকে পাঠানো হচ্ছে পুরোনো কর্মীদের অনেককে। ফলে তালিকা হালনাগাদ হলে এ মাসে বেকারত্বের হার কিছুটা কমতে পারে বলেও আশাবাদী অনেকে।

Exit mobile version