Site icon Jamuna Television

রেস্তোরার খাবারও পৌঁছে দেবে ‘পাঠাও’

মোবাইল এ্যাপ ভিত্তিক রাইড সার্ভিস “পাঠাও” এবার নিয়ে এসেছে পাঠাও ফুড সার্ভিস । অ্যাপের মাধ্যমে পছন্দের রেস্তোরার খাবার অর্ডার করলেই স্বল্প সময়ে পৌঁছে দেবে পাঠাও রাইডাররা ।

এর ফলে জায়াগায় বসে পেয়ে যাবেন পছন্দের রেস্টুরেন্টের খাবার। গ্রাহকদের শুধু মাত্র এ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে কাছাকাছি দূরত্বের যে কোন রেস্তরার যে কোন খাবারটি নিবেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে পাঠাও’র প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয় পাঠাও ফুড সার্ভিস এ্যাপ । উদ্যোক্তারা বলেন মানুষের বিভিন্ন চাহিদা দ্রুত সময়ে দোড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ যা ভবিষ্যতে আরো তরান্বিত হবে। প্রাথমিক ভাবে এই ফুড সার্ভিস পাওয়া যাবে গুলশান বনানি এলাকায়, অল্প দিনের মধ্যেই যা প্রসারিত হবে পুরো ঢাকা শহরে ।

Exit mobile version