Site icon Jamuna Television

চট্টগ্রামে একদিন বয়সী শিশুর করোনা শনাক্ত

চট্টগ্রামে সদ্য ভূমিষ্ঠ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় জানা যায়, পাঁচ দিন বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল এক দিন।

করোনা পজেটিভ নিয়ে ৩২ বছর বয়সের এক নারী গত ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন দুপুরে সিজার অপারেশনের মাধ্যমে তিনি এক সন্তানের জন্ম দেন। পরদিন ২৫ মে শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের সময় শিশুটির বয়স ছিল এক দিন। চার দিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। তবে প্রসূতি ও নবজাতকের অবস্থা এখনো স্থিতিশীল আছে।

জানা যায়, গত ২৩ মে ওই নারীর করোনা শনাক্ত হয়। উপসর্গ থাকায় তখন তিনি নিজ বাসায় আইসোলেশানে ছিলেন। করোনাভাইরাস নিশ্চিত হওয়ার পর সেই নারীকে ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই নারী চট্টগ্রাম নগরের খুলশি এলাকায় বসবাস করেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।

Exit mobile version