নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে গাছে ঝুলন্ত মা ও পুকুরে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে বিবি মরিয়ম (২৬) ও তার এক বছরের সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ইউনিয়নের সোলেমানের বাপের বাড়ির মোঃ মনুর স্ত্রী নিহত মরিয়ম তিন সন্তানের মা। এলাকাবাসী জানায় তার স্বামীর পরকীয়া প্রেমের কারণে পারিবারিক কলহ হয়ে আসছিল। এ থেকে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। এ ঘটনায় নিহতের স্বামীর পরিবারে সবাই পলাতক রয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছি। তবে তদন্ত না করা পর্যন্ত কোন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

