Site icon Jamuna Television

পর্নো ভিডিওতে লাইক, ওয়াকার ছাড়লেন সোশ্যাল মিডিয়া

পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াকার ইউনুস সব সামাজিক যোগাযোগ মাধ্যেম ছেড়ে দিচ্ছেন। আজ শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

এরআগে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ওয়াকারের টুইটার প্রোফাইলের একটি স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় গতবছরের মার্চে একটি পর্নো ভিডিওতে লাইক দিয়েছেন তিনি। এই ছবি প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন এই্ বোলার। পরে আজ সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ার ঘোষণা দেন।

তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া অথবা টুইটার হয়তো মানুষের সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম। কিন্তু সেই ব্যক্তি (হ্যাকার) সবকিছু বরবাদ করে দিল। এবারই প্রথম নয়, এরই মধ্যে ৩-৪ বার আমার একাউন্ট হ্যাক হয়েছে। এই মানুষটা (হ্যাকার) হয়তো কোনদিনই থামবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর আর সোশ্যাল মিডিয়ায় আসব না। আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। আপনারা আমাকে আর সোশ্যাল মিডিয়ায় পাবেন না। কাউকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।’

পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট এবং ২৬২ একদিনের ম্যাচে ৪১৬ উইকেট নেয় ওয়াকার ইউ্নুস।

Exit mobile version