Site icon Jamuna Television

ছেলের মাথায় ডিম ফাটালেন নেইমার

ঘরবন্দি অবস্থায় সেলিব্রেটিরা অনেক কিছুই করেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভক্তদের আনন্দ দেন। তেমনি এবার অন্যদের সাথে যোগ দিলেন পিএসজির উইঙ্গার নেইমার। ছেলেকে বোকা বানিয়ে মাথায় ডিম ভাঙার ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা যায়, বাগানে ছেলেকে নিয়ে খেলতে ছিলেন নেইমার। এ সময় বল হেড করতে ছেলে কতটুকু দক্ষ হলো সেটা দেখতে বসে থাকা ছেলের মাথার দিকে লক্ষ্য করে একের পর এক পিংপং বল ছুঁড়ছিলেন। ছেলেও পিংপং বলগুলো হেড করে পাশে থাকা একটা ঝুড়িতে ফেলার চেষ্টা করছিল। কখনও সফল হচ্ছিল। কখনও ব্যর্থ।

এরকম বল ছুঁড়তে ছুঁড়তে একসময় সত্যিকারের ডিম ছুঁড়ে মারেন নেইমার। ছেলেও বুঝতে পারেনি, হেড দেয়ায় মাথায় ডিম ভেঙে চৌচির!

আর এতে হেসে মরে যাবার অবস্থা নেইমারের। এদিকে নেইমারের এই ‘প্র্যাঙ্ক’ দেখে মজা পেয়েছে তার ভক্তরাও।

Exit mobile version