Site icon Jamuna Television

গাজীপুরে করোনা সংক্রমণ হাজার ছাড়ালো

গাজীপুর জেলায় করোনা সংক্রমণ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নতুন সংক্রমণ ৪৫ জন এবং সর্বমোট ১০৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার জেলার সিভিল সার্জন আফিস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ২২৫ জন। এদিকে গাজীপুরে গেল ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি গাজীপুর সদরে ৬৯১জন।

এ পর্যন্ত জেলায় ৯২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী পুলিশ ছাড়াও পোশাক কর্মীরা রয়েছেন।

Exit mobile version