Site icon Jamuna Television

জিনের বাদশা সেজে অর্থ আত্মসাতের অভিযোগে চারজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

জিনের বাদশা সেজে অর্থ আত্মসাতের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুক কানুপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি অপরাধ মুত্তাকী ইবনে মিনান জানান, অনুসন্ধান এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রিয়াদ হোসেন রকি ওরফে রায়হান, সিদ্দিকুল ইসলাম এবং তাদের সহযোগী রফিকুল ইসলাম ও আজহার আলীকে গ্রেফতার করা হয়। এ সময় ১২টি মোবাইল, বিপুল পরিমাণ সিম কার্ড এবং একটি মূর্তি উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা জিনের বাদশা সেজে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে এক লাখ আট হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা এবং প্রতারণা আইনে মামলা হয়েছে।

Exit mobile version