Site icon Jamuna Television

রোববার থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ; পরবর্তীতে বাড়তে পারে ভাড়া

রোববার থেকেই চালু হচ্ছে যাত্রীবাহী লঞ্চ। শারীরিক দূরত্ব বজায় রেখে লঞ্চ চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

শুক্রবার বিকালে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিকদের সাথে সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে, শারীরিক দূরত্ব নিশ্চিতে লঞ্চ যাত্রী পরিবহন কমাতে বলা হয়; সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর দাবি জানায় লঞ্চ মালিক সমিতি।

তবে এখনই বাড়ছে না ভাড়া। লঞ্চ চালুর দু-একদিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্তের জন্য একটি কমিটি করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে, করোনা সংক্রমণ রোধে জীবাণুনাশক ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।

Exit mobile version