Site icon Jamuna Television

আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে দুই ছাত্র। দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

আজ শুক্রবার (২৯ মে) দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এই ঘটনা ঘটে।

খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, আত্রাই নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টায় ২ বন্ধু ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকার পাড়ার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম ও একই এলাকার বাবুলের ছেলে রহিম (১৮) গোসল করতে নেমে নিখোঁজ হয়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খানসামা ফায়ার সার্ভিসের একটি টিম খেয়াঘাটে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সৌরভের এবং বিকাল পৌনে ৫টায় রহিমের লাশ উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন সরকার নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই ছাত্রের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version