Site icon Jamuna Television

রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে গবেষণার তাগিদ প্রণব মুখার্জির

 

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে, বন্দরনগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। ডিগ্রি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রণব মুখার্জি বলেন, গণতন্ত্রের হাত ধরে উপমহাদেশের দেশগুলো উন্নয়নের দিকে এগিয়ে গেলেও এ অঞ্চলে বারবার নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে রাজনীতিবিদরা। এর কারণ অনুসন্ধানে এগিয়ে আসতে হবে শিক্ষক ও গবেষকদের।

উপমহাদেশে শিক্ষা ও গবেষনার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। বলেন, ভারতবর্ষে শিক্ষার বিস্তার ঘটলেও গুনগত মানে পরিবর্তন আসেনি। এ অঞ্চলে গবেষনার মানোন্নয়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রণব মুখার্জিকে ডি লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোনালী এক অধ্যায় বলে জানান উপাচার্য। পরে রাউজানে গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী সূর্যসেনে সূর্য সেনের জন্মভিটা পরিদর্শন করেন প্রণব মুখার্জি। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সূর্য সেনের নামে পাঠাগার উদ্বোধন ও কমপ্লেক্স উদ্বোধন করেন।

Exit mobile version