Site icon Jamuna Television

পদ্মা সেতুতে বসলো ৩০তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৪ কিলোমিটার

শরীয়তপুর প্রতিনিধি:

পদ্মা সেতুতে বসানো হলো ৩০ তম স্প্যান। শনিবার সকালে জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি। এতে দৃশ্যমান হলো সেতুর সাড়ে চার কিলোমিটার। চলতি মাসের ছয় তারিখ ২৯ তম স্প্যান বসানো হয়েছিল। জুন মাসের ২০ তারিখের মধ্যে ৩১ তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার মুন্সিগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩০তম স্প্যানটি ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে নেয়া হয়। এরপর ২৬ ও ২৭ নম্বর পিলার বরাবর রাখা হয়। শনিবার সকাল সোয়া
সাতটা থেকে শুরু হয় স্প্যান বসানোর কাজ। সকাল ১০টায় স্প্যানটি বসানোর কাজ শেষ হয়।

সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আবহাওয়া বিবেচনায় নিয়ে এখনকার স্প্যানগুলো একদিন আগেই নিয়ে আসা হয়। পরের দিন সকালে পিলারের ওপর বসানো হয়। এতে ঝুঁকি কম থাকে। স্প্যানের পাশাপাশি সড়ক ও রেল পথের কাজও এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

Exit mobile version