Site icon Jamuna Television

এফএ কাপের নতুন সূচী ঘোষণা

ইপিএলের পর এবার এফএ কাপের নতুন সূচী ঘোষণা করেছে আয়োজকরা। টুর্নামেন্টের বাকী থাকা কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে, ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত করেছে তারা।

করোনা মহামারীর কারণে মার্চ থেকেই ইংল্যান্ডে সব ধরনের খেলা স্থগিত করা হয়। খেলা বন্ধ হবার আগে এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবার কথা ছিলো, ৯ মার্চ। নতুন সূচী অনুযায়ী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ১১ ও ১২ জুলাই হবে সেমিফাইনাল আর ১ আগস্ট হবে টুর্নামেন্টটির ফাইনাল।

তবে দিন ঠিক হলেও ভেন্যু ও সময় এখনো ঘোষণা করেনি আয়োজকরা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে লেস্টার সিটি-চেলসি; নিউক্যাসেল-ম্যানচেস্টার সিটি; শেফিল্ড-আর্সেনাল এবং নরইউচ সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

Exit mobile version