Site icon Jamuna Television

করোনা রুখতে বিশেষ স্মার্ট ক্যামেরা

কোভিড নাইনটিন বিস্তার রুখতে বিশেষ ধরণের স্মার্ট ক্যামেরা ব্যবহার করবে বেলজিয়ামের রেল বিভাগ। কর্মীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করছে কি না সে বিষয়ে সতর্ক করবে ডিভাইস। আগামী সপ্তাহেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইসটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে বেলজিয়ান রেল বিভাগ।

কর্মীরা মাস্ক পড়েছেন কি না, কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি না, সে বিষয়ে সংকেত দেবে স্মার্ট ক্যামেরা।

কোভিড নাইনটিনের সংক্রমণ এড়াতে এমন পদক্ষেপ বেলজিয়ামের রেল বিভাগের। দু’জন কর্মীর দূরত্ব ৩ ফুটের কম হলেই ধরা পড়বে ক্যামেরার সেন্সরে। ম্যাথমেটিক্যাল মডেল অনুসরণে ইমেজ বিশ্লেষণ করে অ্যালার্ম দেবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইস।

ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান ড্যানিয়েল দেগুয়েলদ্রে বলেন, এখানে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে প্রয়োজনীয় দেড় মিটার দূরত্ব আছে। তাই অ্যালার্ম দিচ্ছে না। কেউ যদি এর কম দূরত্বে আসে, অডিও ও ভিজুয়াল সংকেত পাওয়া যাবে। আবার দূরে গেলে অ্যালার্ম বন্ধ হবে।

প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ৫টি পয়েন্টে এই ক্যামেরা বসানো হবে। প্রতিষ্ঠানের প্রায় ১১ হাজার কর্মীর সুরক্ষায় এ পদক্ষেপ বলে জানায় কর্তৃপক্ষ।

রেল বিভাগের ইনফ্রাস্ট্রাকচার অপারেটর পরিচালক বেনয়েট গিলসন বলেন, প্রতিষ্ঠানের কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রাখছে কি না তা নিশ্চিত প্রয়োজন। একারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ব্যবহার ব্যবহারের পরিকল্পনা করেছি।

ডিভাইসটির মাধ্যমে যথাযথ সুফল পাওয়া গেলে রফতানির পরিকল্পনাও রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে দেশ ও দেশের বাইরের বেশ কয়েকটি ট্রান্সপোর্ট কোম্পানি।’

Exit mobile version