Site icon Jamuna Television

নোয়াখালীতে ২৭টি অস্ত্রসহ দুই যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ২৭ টি দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নদোনা ইউনিয়েন উত্তর শাকতলা থেকে বিভিন্ন মামলার আসামী জাবেদ ও মোঃ সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে সাব্বিরের বাড়ির রান্নাঘর থেকে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি ১২ বোর কার্তুজ, ৫টি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, নয়টি কিরিচ, দুইটি বড় ছুরি, ছয়টি রামদা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

সোনাইমুড়ী অফিসার ইনচার্জ আব্দুস সামাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে থানার এসআই ফারুক হোসেইন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Exit mobile version