Site icon Jamuna Television

খুলছে মসজিদে নববীর দুয়ার

নামাজ পড়ার জন্য রোববার খুলে দেওয়া হচ্ছে মসজিদে নববী। সৌদি সরকারের এ সিদ্ধান্তের পর শনিবার খবর প্রকাশ করে আরব নিউজ।

খবরে বলা হয়, মক্কা ছাড়া দেশের সব মসজিদ রোববার থেকে খুলে দেওয়া হবে। কোভিড-১৯ মহামারির কারণে আরোপিত বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তের অংশ হিসেবে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল আজিজ আল শেখ বলেন, মসজিদগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা বর্তমানে ভালো অবস্থানে রয়েছি।

Exit mobile version