Site icon Jamuna Television

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান অ্যাঙ্গেলা মেরকেলের

জি সেভেন সম্মেলন উপলক্ষে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলরঅ্যাঙ্গেলা মেরকেল।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র ওয়েবসাইটে শুক্রবার এ খবর দেয়া হয় বলে এনডিটিভি জানিয়েছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনেতাদের এই সম্মেলনে জার্মান চ্যান্সেলর সশরীরে উপস্থিত হবেন না।

শনিবার জার্মান সরকারের মুখপাত্রও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত মহামারির সার্বিক পরিস্থিতির কারণে তিনি (মেরকেল) ওয়াশিংটনে সশরীরে ভ্রমণ করতে পারবেন না। তবে জি সেভেন সম্মেলনের আমন্ত্রণের জন্য চ্যান্সেলর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুনের শেষ দিকে জি সেভেন সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে সম্মেলন আয়োজন থেকে সরে আসলেও গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্মেলন উপলক্ষে বড় ধরনের সমাবেশ আয়োজন করা হতে পারে।প্রাথমিকভাবে হোয়াইট হাউসে এবং আংশিক ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হবে।

Exit mobile version