Site icon Jamuna Television

জনপ্রিয় সংগীত শিল্পী শাম্মী আখতার আর নেই

চলে গেলেন জনপ্রিয় সংগীত শিল্পী শাম্মী আখতার। দীর্ঘ ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ বিকাল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ৬২ বছর বয়সী গুণী এই সংগীত শিল্পী।

শাম্মী আখতারের গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। ১৯৭০ সালের দিকে প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়…’। ১৯৭৮ সালে আজিজুর রহমানের ‘অশিক্ষিক’ চলচ্চিত্রে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ প্লেব্যাক করে সুনাম অর্জন করেন। এরপর বিভিন্ন চলচ্চিত্রে তিনশত গানের প্লেব্যাক করেন তিনি।
তাঁর কণ্ঠে জনপ্রিয়তা গানের মধ্যে উল্লেখযোগ্য  ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ইত্যাদি।
যমুনা অনলাইন: এএস/
Exit mobile version