Site icon Jamuna Television

ফেনীতে জনসমাগমে করোনা রোগী, হট্টগোল

ফেনী প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন ভেঙ্গে জনসমাগমে ঘুরে বেড়াচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। এনিয়ে জনসাধারণের মাঝে উদ্বেগ-আতংক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে একাধিক করোনা শনাক্ত ব্যক্তি ট্রাংক রোডের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রথমে তথ্য গোপন রেখে পুনরায় পরীক্ষার জন্য নমুনা দিতে চায়। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে তাদের ইতোপূর্বে করোনা পজেটিভ এসেছে বলে স্বীকার করে। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে হৈইচৈই শুরু হয়। নমুনা দিতে আসা অন্য রোগীরা ছোটাছুটি করে বেরিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হবার পর কয়েকজনকে ট্রাংক রোডের দিকেও যেতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় ১শ ৩৬ জন করোনা শনাক্ত ব্যক্তির মধ্যে সদর উপজেলায় সর্বাধিক ৪৭ জন। স্বাস্থ্য বিভাগ করোনা শনাক্ত ব্যক্তির বাড়িতে গিয়েই নমুনা সংগ্রহ করে থাকে।

Exit mobile version