Site icon Jamuna Television

ঢাবি অধ্যাপক করোনায় আক্রান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের একজন অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টারে থাকেন। করোনা শনাক্ত হওয়ার পর ওই এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমাদের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা নিয়মিত তার খোঁজ-খবর রাখছি।

Exit mobile version