Site icon Jamuna Television

বায়ার্ন মিউনিখের ৫-০ গোলে জয়

ছবি: সংগৃহীত

বড় জয় পেয়েছে শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। লেভানডোভক্সির জোড়া গোলে ফরচুনা ডুসেলডফকে ৫-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

অ্যালিআঞ্জ অ্যারেনায় ফরচুনা ডিফেন্ডার ম্যাথিয়াস ইয়োরগেনসন আত্মঘাতী গোল করলে ম্যাচের ১৫ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। ২৯ মিনিটে কর্নার কিক থেকে হেডে বায়ার্নের লিড দ্বিগুণ করেন ফ্রান্সের রাইটব্যাক বেঞ্জামিন প্যাভার্ড। ৪৩ মিনিটে থমাস মুলারের সাথে দুর্দান্ত বোঝাপড়ায় বায়ার্নকে তৃতীয় গোল এনে দেন বুন্দেসলিগার টপ স্কোরার লেভানডোভক্সি।

এদিকে, ৫০ মিনিটে আবারো স্কোর শিটে নাম তোলেন এই পোলিশ হিটম্যান লেভানডোভক্সি। এরপর যোগানদাতা সার্গে গ্যানাব্রে। ঠিক দুই মিনিট পর লেফটব্যাক আলফোনসো ডেভিস গোল করলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

বুন্দেসলিগা ফেরার পর এই নিয়ে বায়ার্ন ম্যাচ খেলল ৪টি। এর ভেতর প্রতিপক্ষকে তারা দিয়েছে মোট ১৩ গোল, আর নিজেরা হজম করেছে মাত্র ২টি।

Exit mobile version