Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

ফাইল ছবি

করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো ভারতে। এছাড়া প্রথমবার একদিনে নতুন আট হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট আক্রান্ত এক লাখ ৮২ হাজার।

শনিবার দেশটিতে কোভিড নাইনটিনে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের। সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টায় রেকর্ড প্রায় তিন হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে রাজ্যটিতে। এদিন রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, তামিলনাড়ু, ওড়িশা আর ঝাড়খণ্ডে।

পশ্চিমবঙ্গ-আসামেও ঊর্ধ্বমুখী নতুন আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে গুজরাট, উত্তর প্রদেশ, বিহারসহ আরও কিছু রাজ্যে। লকডাউন শিথিলের পর গেল এক সপ্তাহে ভারতে করোনাভাইরাসে অর্ধ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা প্রায় ৮৭ হাজার।

Exit mobile version