Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেল বনলতা এক্সপ্রেস

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট চাঁপাইনবাবগঞ্জ:

প্রায় দুই মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেল বনলতা এক্সপ্রেস। নির্ধারিত সময়ে আজ রোববার ভোর ৬টায় ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়।

এ সময় ট্রেনের সকল যাত্রী,নিরাপত্তা কর্মী ও রেলের কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দেখা যায়।

ট্রেনের যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় পূর্বের ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে জরুরি কাজে দীর্ঘদিন পরে কর্মস্থল ঢাকা যেতে পারছেন। তারা সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রেন যোগাযোগ অব্যাহত রাখার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। স্টেশনে অতিরিক্ত কোন যাত্রী প্রবেশ করতে দেয়া হয়নি। নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য শনিবার থেকেই প্রচারণা চালানো হয়েছে।

Exit mobile version