Site icon Jamuna Television

এবার পাসের হারে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। রোববার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে ৮২.৩৪ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৯০.৩৭ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৫.২২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮২.৫১ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৭২.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন, যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৩ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৮ জন, দিনাজপুর বোর্ডে ১২ হাজার ৮৬ জন, ময়মনসিংহ বোর্ডে পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন, বরিশালে ৪ হাজার ৪৮৩ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পাস করেছে।

Exit mobile version