Site icon Jamuna Television

রংপুর স্টেশন থেকে কোনো ট্রেন চলবে না

রংপুর স্টেশন থেকে আন্ত:নগর ট্রেন চলাচল করবে না।

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

সারাদেশের বিভিন্ন স্টেশন থেকে আন্ত:নগর ট্রেন স্বাস্থ্য বিধি মেনে চলাচল শুরু করলেও উত্তরের বিভাগীয় নগরীর রংপুর স্টেশন থেকে আন্ত:নগর ট্রেন চলাচল করবে না।

রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, রেলওয়ে মন্ত্রণালয় থেকে রংপুর স্টেশন থেকে আন্ত:নগর রংপুর এক্সপ্রেস চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। রংপুর এক্সপ্রেস রাতে চলাচল করে এবং এই স্টেশনে ওয়াশ করার ব্যবস্থা না থাকা ছাড়াও কাউন্টার ও স্টেশনের জায়গা কম। সেকারণে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলে গুরুত্ব দেয়ার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন রংপুরের ট্রেন যাত্রীরা।

রোববার সকালে স্টেশনে এসে ভিড় করেন অনেকেই। সালমান নামের এক যাত্রী জানান, টিভিতে দেখে আমি স্টেশনে এসে শুনি রংপুর থেকে কোনো ট্রেন যাবে না। বাসে ভাড়া বেশি। এখন আমি কিভাবে ঢাকা যাবো বুঝতে পারছি না। গত কয়েক মাস থেকে কর্মহীন অবস্থায় আছি।

সানজিদা নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী জানালেন, ঢাকায় যাওয়াটা খুব প্রয়োজন। স্টেশনে এসে কর্তৃপক্ষ জানালেন অনলাইনে টিকেট কিনতে। আবার আরেকজন বললেন রংপুর এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত হয়নি। কি করবো বুঝতে পারছি না।

Exit mobile version