Site icon Jamuna Television

বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম আর নেই

বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান আর নেই। রোববার সকাল আনুমানিক ১০ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে, গত ১৭ মে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন জনাব আব্দুল মোনেম। দেশের একজন প্রথম সারির ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। পদ্মসেতু সংযোগ সড়কসহ দেশের বড় বড় অনেক মহাসড়ক তার প্রতিষ্ঠান এএমএল-এর তৈরি। ইগলু, কোক-পেপসি তাদের সহ-প্রতিষ্ঠান।

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হবে।

Exit mobile version