Site icon Jamuna Television

খুলনায় প্রথম প্লাজমা গ্রহণকারী রোগীর মৃত্যু

খুলনা ডায়াবেটিক হাসপাতাল। ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি:

খুলনায় প্রথম প্লাজমা গ্রহণকারী করোনায় আক্রান্ত রোগী তানভীর আলম বাবু মারা গেছেন। রোববার সকালে খুলনা ডায়াবেটিক হাসপাতালে প্রতিস্থাপিত ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, ২৭ মে তার শরীরে প্লাজমা দেয়া হয়েছিলো। ৩২ বছর বয়সী তানভীর আলম বাবু ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আলী জানান, তানভীর ঢাকায় একটি মোবাইল সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকুরি করতেন। দেশে লকডাউনের পর তিনি ঢাকা থেকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে আসেন। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

Exit mobile version