Site icon Jamuna Television

জ্বর শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

জ্বর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তার নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি চবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। রোববার ভোর রাতে চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়ায় শনিবার রাত ১০টার দিকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সাবরিনা ইসলাম সুইটিকে। ওই সময় তার আইসিইউ সাপোর্ট জরুরি ছিলো। কিন্তু আইসিইউ খালি না থাকায় ওই সুবিধা পাননি। একপর্যায়ে ভোর রাতের দিকে তার মৃত্যু হয়। সাবরিনা ইসলাম সুইটি’র গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

Exit mobile version