Site icon Jamuna Television

ঈদের দিন পিটিয়ে হত্যা, বরগুনার সেই হৃদয় জিপিএ ৪.১১ পেয়েছে

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় ঈদের দিন বিকেলে নদীর তীরে বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের পিটুনিতে নিহত হৃদয়ের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে হৃদয় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বরগুনার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল হৃদয়। এ বিষয়ে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, হৃদয় ছাত্র হিসেবে খুব ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না। আমাদের প্রত্যাশা ছিল- হৃদয় এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ পেতে পারে। আমাদের ধারনাই সঠিক হয়েছে। হৃদয় জিপিএ ৪.১১ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তিনি আরো বলেন, ভালো ফলাফল করার পরও হৃদয়ের জন্য আজ আমাদের অশ্রু ঝরছে। একজন শিক্ষক হিসেবে এ খারাপ লাগাটা বলে বোঝাতে পারবো না। এসময় তিনি হৃদয় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের মা ফিরোজা বেগম বলেন, ছেলেটার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবে । এজন্য কোন চেষ্টাই বাদ রাখিনি। ছেলেটা আমার ভাল রেজাল্ট করেছে। এই রেজাল্ট দিয়ে আমি কি করবো? ওরা আমার ছেলেটাকে শেষ করে দিলো।

প্রতিবেশিরা বলছেন হৃদয়ের বাবা মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে যে ক্ষতি হয়েছে তা পূরন করার মত না।

এদিকে হৃদয় হত্যার সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ।

Exit mobile version