Site icon Jamuna Television

ভৈরবে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভৈরব প্রতিনিধি:

ভৈরবে ১ হাজার ১৬০ পিস ইয়াবাসহ রোকসানা বেগম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় ভৈরব শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় থেকে তাকে মাদকসহ আটক করা হয়। তার স্বামীর নাম রফিকুল ইসলাম এবং বাড়ী আশুগঞ্জের সোনারামপুর গ্রামে। এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করে।

ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কমান্ডিং অফিসার রাফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে আশুগঞ্জ থেকে ভৈরব এসেছিল। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গ্রেফতারকৃতকে আজ রোববার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।

Exit mobile version