Site icon Jamuna Television

জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। রোববার (৩১ মে) সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জ্বালানি নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে লকডাউনে দ্বিগুণ হয়েছে অনেকের বিদ্যুতের বিল। এমন ভুতূড়ে বিলে ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ বলছে, করোনাকালে মিটার না দেখেই বিল তৈরি করায় এই বিপত্তি। এটাকে ‘অনাকাঙ্খিত পরিস্থিতি’ উল্লেখ করে অতিরিক্ত বিল মিটার দেখে দ্রুততম সময়ে সমন্বয়ের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, এই সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। আমরা জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানেও আসছে। কারও কোনও বাড়তি বিল করা হলে তা পরবর্তীতে সমন্বয় করা হবে।

প্রসঙ্গত, এর আগে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। গত ২২ মার্চ ওই আদেশ দেওয়া হয়েছিল। যাতে মে মাস পর্যন্ত বিলম্ব মাশুল মওকুফের কথা বলা হয়।

Exit mobile version