Site icon Jamuna Television

পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি:

এসএসসির ফল প্রকাশ হয়েছে আজ। এসএসসি পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় জয়পুরহাটের আবু সাইদ (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

জানা গেছে, আজ রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর উত্তীর্ণ হতে না পেরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আবু সাইদ অভিমান করে ঔষধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version