Site icon Jamuna Television

পাবনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পাবনার দাশুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পাবনার দাশুড়িয়ায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিকালে এ ঘটনা ঘটে বিশ্বরোড সংলগ্ন কারিগরপাড়া নামক স্থানে।

বৃদ্ধ কারিগরপাড়ার বাসিন্দা আব্দুল হামিদ বিকালে বাড়ি থেকে বের হয়ে দাশুড়িয়া বাজারে আসছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে সে রাত পৌনে নয়টার দিকে মারা যায়।

পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করেছে। তবে চালক পালিয়ে গেছে।

Exit mobile version