Site icon Jamuna Television

হবিগঞ্জে প্রতিবন্ধী দুই সহোদরকে গাভী উপহার দিলেন পুলিশ সুপার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার শারীরিক প্রতিবন্ধী দুই সহোদরকে বাচ্চাসহ গাভী উপহার দিয়েছে জেলা পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা তার কার্যালয়ে এ দুই সহোদরের কাছে গাভীটি তুলে দেন।

সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সৈয়ব উল্লাহর দুই সন্তানই উভয় লিঙ্গের। পাশাপাশি তার শারীরিক প্রতিবন্ধিও। সম্প্রতি তাদের বাবা মারা যায়। এতে বিপাকে পড়ে যায় তারা। অনাহারে অর্ধাহারে দিন কাটছিল তাদের। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে শনিবার তিনি তাদের কাছে এ উপহার তুলে দেন।

পুলিশ সুপার জানান, অসহায় ভাইদেরকে আত্ননির্ভরশীল করার লক্ষ্যেই এ সহযোগিতা প্রদান করা হয়েছে। বাচ্চাসহ গাভী পেয়ে অনেক খুশি ওই দুই সহোদর।

Exit mobile version