Site icon Jamuna Television

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো। মডেল ভিভো এক্স ৫০ এবং এক্স ৫০ প্রো। সম্প্রতি এই ফোনের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।

১ জুন চীনে ফোন দুইটি বিক্রি শুরু হবে। লঞ্চের আগেই এক ই-কমার্স ওয়েবসাইটে এই দুই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে সামনে এসেছে এই দুই ফোনের ছবি।

উভয় ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ। যদিও এই দুই ফোনে আলাদা ক্যামেরা দেখা গিয়েছে।

এই দুই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। ভিভো এক্স ৫০ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টোকোর ১.৮ গিগাহার্জের প্রসেসর থাকছে। ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির বড় ডিসপ্লে থাকছে।

Exit mobile version