Site icon Jamuna Television

আত্মসমর্পণের কিছু মুহূর্ত…

দস্যুপনার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে পা বাড়াতে আত্মসমর্পণ করেছে আরও ৩টি দস্যুবাহিনী। মঙ্গলবার, বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের হাতে অস্ত্র জমা দেন সুন্দরবনের দস্যু বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর ৩৮ সদস্য। এ নিয়ে র‌্যাবের মাধ্যমে ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমের মধ্যস্থতায় ১৭টি বাহিনীর ১৯০ জন দস্যু সরকারের কাছে আত্মসমর্পণ করেছে।

প্রায় ২ বছরের এই আত্মসমর্পণ প্রক্রিয়ার এবারই ছিল সবচে বড় আয়োজন। একই সঙ্গে তিন বাহিনীর ৩৮ দস্যুর অস্ত্র-সমর্পণ। সহযোগিতার আর্জি সরকারের কাছে। একনজরে দেখে নেয়া যাক আত্মসমর্পণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত…

 

Exit mobile version