Site icon Jamuna Television

ইকার্ডিকে চার বছরের জন্য কিনে নিলো প্যারিস সেইন্ট জার্মেই

উরো ইকার্ডিকে চার বছরের জন্য কিনে নিলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। ইন্টার মিলান থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্রেঞ্চ জায়ান্টদের ডেরায় নাম লেখালেন ইকার্ডি।

গেলো মৌসুমে ধারে পিএসজিতে খেলতে এসেছিলেন ইকার্ডি। যেখানে অসমাপ্ত লিগে ৩১ ম্যাচে ২০ গোল করেছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার। এরপর থেকেই তাকে কিনে নিতে উঠে পরে লাগে ফরাসি জায়ান্টরা।

২৭ বছর বয়সী এই ফুটবলারের দাম প্রকাশ না করলেও, ফরাসি গণমাধ্যম বলছে বোনাস ছাড়া প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে তাকে কিনেছে পিএসজি। ইন্টার মিলানের হয়ে ২১৯ ম্যাচে ১২৪ গোল করেছিলেন ইকার্ডি। ফ্রেঞ্চ লিগ শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দাপট ধরে রাখতে দলের শক্তি বাড়াচ্ছে ক্লাবটি।

Exit mobile version