Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২২ জন, নতুন ২ হাজার ৩৮১ শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৬৭২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি।

আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল রোববার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান আরও ৪০ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version