Site icon Jamuna Television

ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পথে পাকিস্তান

সিরিজের ৪র্থ ম্যাচেও পরাজয় এড়াতে পারেনি সফরকারী পাকিস্তান। হ্যামিল্টনে পাকিস্তানের দেয়া ২৬৩ রানের লক্ষ্য কে তোয়াক্কা করল না আয়োজক নিউজিল্যান্ড। ২৫ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় স্বাগতিক নিউ জিল্যান্ড।

পাকিস্তানের ৪ ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে ২৬৩ রানের লক্ষ্য কে সহজে পাড়ি দেয় নিউজিল্যান্ড। কলিন মুনরো ৫৬ করে আউট হলেও হ্যানরি নিকোলস ৫২ আর কলিন ডি গ্র্যান্ডহোমের অপরাজিত ৭৪ রানের ঝড়ো ইনিংসে ৪-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে মোহাম্মদ হাফিজ ৮১, ফখর জামান ৫৪, শরফরাজ আহমেদ ৫১ এবং হারিস সোহেলের ৫০ রান করলেও বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান করে পাকিস্তান।  টিম সাউদি নেন ৩ উইকেট।

শুক্রবার  ওয়েলিংটনে সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে।

যমুনা অনলাইন: এএস/

 

Exit mobile version