Site icon Jamuna Television

এক সপ্তাহের জন্য দিল্লি সীমান্ত বন্ধ ঘোষণা করলেন কেজরিওয়াল

এক সপ্তাহের জন্য দিল্লি সীমান্ত বন্ধ ঘোষণা করলেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য দিল্লি সীমান্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জরুরি পরিষেবা প্রদানকারী ও সরকারি পাস থাকা ব্যক্তিরা এই সময়ে যাতায়াত করতে পারবেন। সূত্র: এনডিটিভি।

সীমানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উল্লেখ করে কেজরিওয়াল বলেন, এটা আমরা এজন্য করেছি যেন শহরের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। যে মুহূর্তে আমরা সীমানা খুলব, শহরের বাইরে থেকে লোকজন চিকিৎসার জন্য দিল্লিতে আসবেন। এখন দিল্লির হাসপাতালগুলো এখানকার মানুষের জন্যেই সংরক্ষণ করা উচিত।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, কোভিড–১৯ এ আক্রান্ত মানুষের জন্য আমাদের সাড়ে ৯ হাজার শয্যা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আমি নিশ্চয়তা দিতে পারি, আপনি বা আপনার পরিবারের কেউ আক্রান্ত হলে একটি শয্যা পাবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৪৭৩ জন। তবে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ছে। রোববার ২৪ ঘন্টায় ১ হাজার মানুষ সংক্রমিত হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version