Site icon Jamuna Television

ফরিদপুরে করোনাভাইরাসে কৃষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কৃষক মারা গেছেন। এনিয়ে ফরিদপুরে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন মুক্তিযোদ্ধা।

পরিবার জানায়, শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত শনিবার তিনি পাশের ভাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গত রবিবার ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাবে এ নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তির শরীরে কিভাবে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে তার কোন উৎস আপাতত খুঁজে পাওয়া যায়নি। তিনি কৃষিকাজ করতেন এবং বাড়িতেই থাকতেন। আজ সোমবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পন্ন হয়।

Exit mobile version