Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা ওয়ার্ডের ক্লিনারের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ক্লিনার হিসেবে কাজ করতেন হাসিনা বেগম। বয়স প্রায় ৬০ বছর। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হলো তার।

হাসপাতালটির চিকিৎসকরা জানান, হাসিনা বেগমের এজমা সমস্যা ছিলো। রোববার জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার জন্য বিশেষায়িত আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকাল ৮ টার দিকে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসা শুরুর পর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছিলেন হাসিনা বেগম।

Exit mobile version