Site icon Jamuna Television

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা শনাক্ত

মোহাম্মদ নাসিমের করোনা শনাক্ত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। সোমবার রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক আল ইমরান চৌধুরী যমুনা নিউজকে তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার তথ্য জানিয়ে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে আইসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে অক্সিজেনও দেয়া হয়েছে।

এর আগে, সোমবার সকালে হালকা জ্বর ও শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

Exit mobile version