Site icon Jamuna Television

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে আবারো ব্যবসায়ী নেতাকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। প্রয়াত আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয়ে যায় ডিএনসিসি’র মেয়র পদটি। আগামী ২৬ ফ্রেব্রুয়ারি সিটি করপোরশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। আজ গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট ১৬ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসব প্রার্থীদের বিষয়ে বিস্তারিত যাচাই বাছাই ও পর্যালোচনা করতে বৈঠক করে মনোনয়ন বোর্ড। উপ-নির্বাচন বিজয়ে সম্ভাব্য যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মনোনয়ন বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মনোনয়ন বোর্ড এর সভা শেষে এক প্রেস ব্রিফিংএ  আওয়ামী লীগ প্রার্থীর জয়ের ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Exit mobile version