Site icon Jamuna Television

রাজবাড়ীতে হাঁসের খামারে অজগর সাপ

রাজবাড়ীতে হাঁসের খামারে অজগর সাপ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের একটি হাঁসের খামার থেকে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রোববার সকালে নিমতলা গ্রামের টিটু খানের হাঁসের খামার থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের উপস্থিতিতে সাপটি রাজবাড়ীর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ীর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন জানান, স্থানীয়রা সাপটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমাদের বিভাগীয় বন কর্মকর্তা খুলনার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছেন। সাপটিকে সংরক্ষিত বনে ছেড়ে দেয়া হবে। বর্তমানে সাপটি আমাদের হেফাজতে রয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান জানান, সাপটিকে উদ্ধারের খবর পেয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে তার নির্দেশনা অনুযায়ী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সুবিধামত সময়ে সাপটিকে অবমুক্ত করবেন।

Exit mobile version