Site icon Jamuna Television

কৃষ্ণাঙ্গ বলে আমিও বর্ণবাদের শিকার হয়েছি: ক্রিস গেইল

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিক্ষোভ করছে মার্কিনীরা। সেই বিক্ষোভে সাথে একাত্মতা ঘোষণা করে নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেটের কিংবদন্তী ক্রিস গেইল। সোমবার নিজের ইনস্টাগ্রাম ও টুইটারে তিনি এ কথা জানান।

ক্যারিবিয়ান এই তারকা লিখেন, প্রত্যেকের বাঁচার অধিকারের মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে।সারা বিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার। শুধুমাত্র আমি কৃষ্ণাঙ্গ বলেই আমাকে তার শিকার হতে হয়েছে। বিশ্বাস করুন, তালিকাটা বেশ বড়ই হবে।

গেইল আরও লিখেন, বর্ণবিদ্বেষ শুধুমাত্র ফুটবলেই নয় তা ক্রিকেটেও আছে। এমনকি দলের মধ্যেও গায়ের রং কালো বলে অনেক সময় শিকার হয়েছি। কৃষ্ণাঙ্গরাই শক্তিশালী ও গর্বিত।

টিবিজেড/

Exit mobile version