Site icon Jamuna Television

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের প্রায় অর্ধেক অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওযার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া আগামী তিন দিন একই আবহাওয়া অবস্থা বিরাজ করবে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর. যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টিবিজেড/

Exit mobile version