Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা, অভিনব প্রতিবাদ ফুটবলারদের

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে ক্রীড়াঙ্গন।

জর্জ ফ্লয়েড পুলিশের হাটুর চাপে যেভাবে প্রাণ হারায়, সেই ভঙ্গি করে সোমবার অনুশীলনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন লিভারপুলের সব ফুটবলাররা। তবে অন্য সবার চেয়ে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ক্ষোভ একটু বেশি প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ম্যাচনচেস্টার ইউনাইটেডের দুই সুপারস্টার পল পগবা ও জেসি লিংগার্ড। প্রায়শই বর্ণবাদের শিকার হওয়া মারিও বালোত্তেলিও প্রতিবাদের সামিল হয়েছেন।

জার্মান লিগেও প্রতিবাদ চলছে। বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জর্ডান সানচো গোল করার পর জর্জ ফ্লয়েড হত্যার বিচার দাবি করেছেন।

টিবিজেড/

Exit mobile version