Site icon Jamuna Television

গাজীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পরে এই দু‘জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার প্রবীর সরকার জানান, গত রাতে কালিয়াকৈরে হিজলতলী গ্রামের প্রায় ৫৫ বয়স্ক শওকত হোসেন ও নামাশুলাই গ্রামের প্রায় ৪৫ বয়স্ক কফিল উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। গত কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন তারা।

দুই জনের মৃত্যু সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজনকে তাদের নমুনা সংগ্রহ করে।

টিবিজেড/

Exit mobile version